ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

অনিয়ম দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

Sk Rayhan
আগস্ট ২০, ২০২৪ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার ৬নং উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার নুরুল ইসলাম কোম্পানির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট)  বিকাল ৪ টায় কাটকাটা লঞ্চঘাট সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এ সময় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গনেশ মন্ডলের পদত্যাগের দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানির বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে  । তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। যে কারনে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।

এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান,ইউনিয়ন বাসীর পক্ষে বদিউজ্জামাল মোড়ল, পলাশ সরকার, হিমাংশু অধিকারী, রব্বানী গাজী, মিজানুর রহমান,আঃ খালেক গাজী, ফারুক হোসেন, মাহবুবুর সরদার প্রমুখ। মানববন্ধন শেষে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।