কয়রা (খুলনা) প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদী মার্চ কর্মসূচি পালন উপলক্ষে কয়রা সদরে শোক র্যালি বের করা হয়। সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। র্যালিটি উপজেলা সদর ঘুরে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে ইসলামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসিন আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,যুব দলের সভাপতি ও সাংবাদিক শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল, সাংবাদিক আঃ রউফ, গোলাম রব্বানী, কুয়েটর শিক্ষার্থী শরিফুল ইসলাম,শিক্ষার্থী মেহেরাব হোসেন, জাবেদ, রুহান বিনতী রউফ, হৃদী আক্তার, নিশাত , ইমদাদুল হক,আলমগির হোসেন প্রমুখ।
এ সময় আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ছাড়া আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সরকারি বেসরকারি সকল অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীদের কে জনসাধারণের হয়রানি না করার জন্য হুঁশিয়ারি প্রদান করে তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।