ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় শহীদী মার্চ কর্মসূচি পালন উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

Sk Rayhan
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে  শহীদদের স্মরণে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  উদ্যোগে শহীদী মার্চ কর্মসূচি  পালন করা হয়েছে ।  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদী মার্চ কর্মসূচি পালন  উপলক্ষে কয়রা সদরে শোক র‍্যালি বের করা  হয়। সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। র‍্যালিটি উপজেলা সদর ঘুরে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে ইসলামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসিন আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,যুব দলের সভাপতি ও সাংবাদিক  শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল, সাংবাদিক আঃ রউফ, গোলাম রব্বানী, কুয়েটর শিক্ষার্থী শরিফুল ইসলাম,শিক্ষার্থী মেহেরাব হোসেন, জাবেদ, রুহান বিনতী রউফ, হৃদী আক্তার, নিশাত , ইমদাদুল হক,আলমগির হোসেন প্রমুখ।

এ সময় আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ছাড়া আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সরকারি বেসরকারি সকল অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীদের কে জনসাধারণের হয়রানি না করার জন্য হুঁশিয়ারি প্রদান করে তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।