ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কয়রা-পাইকগাছা-ঢাকা রুটে চালু হলো বিআরটিসি বাস

Sk Rayhan
সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, পাইকগাছা।। অবশেষে কয়রা-পাইকগাছা-ঢাকা রুটে চালু হলো বিআরটিসি বাস। রোববার সকালে ঢাকার গাবতলীস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে বিআরটিসি বাস চলাচলের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক পরিচালক তৌহিদুর রহমান, বিআরটিসি’র পরিচালক ড. অনুপম সাহা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আশরাফ হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, গেøাবাল ডক্টর লিঃ এর পরিচালক রাসেল উজ্জামান ও বিআরটিসি’র ম্যানেজার মোশাররফ হোসেন। উল্লেখ্য, কয়রা-পাইকগাছা-ঢাকা বিআরটিসি বাস চালুর জন্য পাইকগাছা-কয়রা’র মানুষ দীর্ঘদিন দাবী জানিয়ে আসছিল। ইতোপূর্বে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় শ্রমিকদের বাঁধার কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিআরটিসি কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন এর চেষ্টায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের দক্ষিণ জনপদের রুটে চালু হলো বিআরটিসি বাস। বাঁধা ছাড়াই স্বাভাবিক বাস চলাচলের ব্যাপারে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিআরটিসি’র তথ্য অনুযায়ী কয়রা, পাইকগাছা, খুলনা ও গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করবে বিআরটিসি বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।