ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিশেষ অভিযানে ২টি পৃথক ঘটনায় ১২০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Sk Rayhan
মে ৩১, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি :
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের বিশেষ অভিযান পরিচালনা কালে কক্সবাজার জেলাধীন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি এবং কুমিল্লা জেলাধীন লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারি আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) বিকাল সাড়ে ৫টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নি:) কাইয়ুম উদ্দিন চৌধুরী ও সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার – টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া সাকিনের আব্দুল আলীম এর বাড়ির সামনে হোয়াইক্যং হইতে হ্নীলা অভিমূখী একটি ব্যাটারী চালিত টমটমকে থামার সংকেত দেওয়া হয়। ঐ সময় পিছনে যাত্রীর আসনে থাকা একজন যাত্রী পালানোর চেষ্টা করে। উক্ত যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে উপস্থিত স্বাক্ষিদের মোকাবেলায় দেহ তল্লাশি করে তার পরিধেয় লুঙ্গীর প্যাঁচে থাকা স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি কালো রংয়ের বান্ডিল পাওয়া যায়। উক্ত কালো বান্ডিল খুললে তার ভিতর ৬টি নীল রংয়ের বায়ু রোধক পলি ব্যাগ পেয়ে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে উল্লেখিত পলি ব্যাগ সমূহে থাকা মোট ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। মাদকদ্রব্য পরিবহনের দায়ে উক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মোঃ সাহেদুর রহমান ওরফে সোনা মিয়া (২০), পিতা- মৃত লেদু মিয়া, মাতা- চম্পা খাতুন, সাং- করাছিপাড়া, ওয়ার্ড নং-৫, হোয়াইক্যং ইউপি, থানা- টেকনাফ, জেলা – কক্সবাজার মর্মে জানায়। জব্ধকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য = (১২০০×৩০০) = ৩৬০০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা।

অপর ঘটনা শুক্রবার (৩১ মে ২০২৪) সকাল ১১ টা ৪৫ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই (নিঃ)/ মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বারপাড়া গ্রামস্থ লাকসাম ক্রসিং হাইওয়ে থানা হতে অনুমান ৫০ গজ দক্ষিণে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর নোয়াখালীগামী লেনে একটি বোগদাদ বাস যার রেজি: ঢাকামেট্রো-ব-১৪-৮২৮৩ গাড়িতে থাকা আসামী মোঃ সোহেল মিয়া (৩৫), পিতা- মোঃ মইদর মিয়া, মাতা- পারুল বেগম, সাং- টিক্কাচর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা এর ডান হাতে থাকা একটি বাজার করার তরকারি ব্যাগ তল্লাশী করে আসামি সহ ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০০০০/- (বিশ হাজার) টাকা। এ ব্যাপারে কক্সবাজার জেলার টেকনাফ থানায় এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।