ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চার দফা দাবীতে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

Sk Rayhan
আগস্ট ৩১, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুনঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সারা দেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে ধর্মঘট ও মানববন্ধন কর্মসুচি পালন করছে সাতক্ষীরা সদর হাসপাতাল ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক ও বুশরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ ধর্মঘট পালন করেন তারা।
সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন। পরবর্তীতে শিক্ষার্থীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদী মানববন্ধন করেন ও শ্লেগান দেন।বক্তারা বলেন, দাবি না মানা পর্যন্ত রাজপথে তাদের এ আন্দোলন চলবে। বক্তারা এ সময় অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের জোর দাবি জানান তারা।সাতক্ষীরার নলতা মেডিকেল এ্যসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থী মুজাহিদ আরেফিনের সভাপতিত্বে মানববন্ধন ও ধর্মঘটে বক্তব্য রাখেন, ম্যাটস শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা, মিজানুর রহমান, শিমুল হোসেন, জাহিদ হাসান, মাসুল বিল্লাহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।