ঢাকাশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির কাঠালিয়ায় ‘পরিবার কল্যান সহকারী’ পদে নিয়োগ জালিয়াতি ও অর্থিক অনিয়মের অভিযোগ

Sk Rayhan
ডিসেম্বর ১০, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ শিকদার ইমরান,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩য় ও ৪র্থ শেনীর কর্মকর্তা পদের নিয়োগে কাগজপত্রে জালিয়াতি ও অর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তথ্য জালিয়াতি ও অর্থের বিনিময়ে তদন্ত রিপোর্ট ধামাচাপা দিয়ে একজনের নিয়োগ চুড়ান্ত করার তথ্য পাওয়া গেছে। জেলার কাঠালিয়া উপজেলায় ‘পরিবার কল্যান সহকারী’ পদে এ অনিয়মের তথ্যপ্রমান সহ ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১১ আগষ্ট ২০২২ইং তারিখ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীন তিন ধরনের পদের অনুকুলে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের শর্ত সাপেক্ষে চাকুরীর আবেদন আহবান করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির ২নং শর্তে ‘পরিবার কল্যান সহকারী’ পদের বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ডের আওতাভূক্ত স্থায়ী বাসিন্ধা হতে হবে উল্লেখ রয়েছে। কিন্তু মৌখিক পরীক্ষায় চুড়ান্ত ভাবে নির্বাচিত সাবিনা ইয়াসমিন, রোল নং-১২০৩১০৬৪৯ পাটিখালঘাটা ইউনিয়নের সংশ্লিষ্ট ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নয়। স্থায়ী ঠিকানার অনুকুলে তার জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকায় তার নাম অন্তর্ভূক্ত নেই।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, রহস্যজনক ভাবে পাটিখালঘাটা ইউনিয়নের সংশ্লিষ্ট ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার পরিচয়ে ‘পরিবার কল্যান সহকারী’ পদের মৌখিক পরীক্ষার সাবিনা ইয়াসমিন চুড়ান্তভাবে নির্বাচিত হয়। পরবর্তীতে তার সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ে কাঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তদন্ত দলের কাছে জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকা দেখাতে পারেনি।
এ সময় জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য দিয়েছে উল্লেখ করলেও কোন ফটোকপিও দেখাতে পারেনি। তদন্তকারী দলকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে সে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছে উল্লেখ করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।
এ বিষয়ে সাবিনা ইয়াসমিনের বড়ভাই মোঃ সেন্টু জানায়, আমার বোন জন্মসূত্রে পাটিখালঘাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সন্তান। তার বিবাহের কারনে স্বামীর এলাকা থেকে জাতীয় পরিচয়পত্র করা হলেও চাকুরীতে যোগ দিয়ে সে ঠিকানা পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবে।

এ ব্যাপারে কাঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, চাকুরী প্রার্থীর আবেদনে উল্লেখিত ঠিকানায় তিনি বসবাস করেন কিনা বা বাড়ী ঘর আছে কিনা সেটা দেখা হয়েছে। আপনারা কি বাড়ীর মালিকানা দলিল, জাতীয় পরিচয়পত্র বা ভোটা তালিকা দেখে নিশ্চিত হয়েছেন যে,সে ঐ এলাকার স্থায়ী বাসিন্ধা কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।