ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতিয়া নদীর কচুরিপানা পরিষ্কার পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

Sk Rayhan
অক্টোবর ২৬, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি:
সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারের উদ্যোগে ডাকাতিয়া নদীর চৌদ্দগ্রাম অংশের কচুরিপানা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা কনকাপৈত ইউনিয়ন মরকোটা গ্রামে ডাকাতিয়া নদীর কচুরিপানা পরিষ্কার পরিদর্শনে এসে নির্বাহী অফিসার বলেন এবারের বন্যা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এ গ্রামের এ অনেক মানুষ সচ্ছল ছিল বিধায় বন্যার সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে আমাদের বন্যার মোকাবেলায় উপকার হয়েছে। আমরা যারা নদীর পাশে বসবাস করি বিভিন্নভাবে নদীর পানির প্রবাহ বাদা সৃষ্টি করে থাকি। মনের অজান্তেই এক হাত দুই হাত করে নদীর পাড়ে বাড়ির জায়গা বাড়ানো ব্যস্ত থাকি। এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করা যাবে না। আজকে মরকোটা গ্রামের যুব সমাজ ও সাবেক চেয়ারম্যানের ইকবাল হোসেন মজুমদারের নেতৃত্বে ডাকাতিয়া নদীর কচুরিপানা পরিষ্কার করায় তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ডাকাতিয়া নদীর মাঝে কেউ যেন মাছ ধরা বা কচুরিপানা দিয়ে বাঁধ সৃষ্টি করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, তারাশাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কনকপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, মরকোটা আলিম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ কবির আহমদ , ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য নুরুল আমিন, জসিম উদ্দিন চৌধুরী, শ্রমিক নেতা মোঃ ইউসুফ, যুবনেতা আমিনুল ইসলাম ছুট্টু, ফারহান মজুমদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।