ঢাকাবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন

Sk Rayhan
জানুয়ারি ২৪, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা প্রেসক্লাব এর পক্ষ থেকে নবনির্বাচিত সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রাত ৮ টায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এবং নবনির্বাচিত সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে রাতে ঢাকায় মন্ত্রীর সরকারী বাসভবনে তারা সাক্ষাত করেন। এ সময় মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ২০২৩-২৪ কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ। এসময় সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ্যাড,মোতাসীম বিল্লাহ, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলম মোহন, বশির আহম্মেদ,আসমা খানম,স্থায়ী সদস্য মোঃ মহাসিন,মোঃ মনির হোসেন বিশ্বাস,মোঃ ওবাইদুল ইসলাম,হযরত নুর ইসলাম আল কাদরী, মোঃ আজাহার আলী,শাহানাজ আলম রোমানা,মোঃ সৌরভ হোসেন,বিদ্যুত দাশ,সুমী রহমান , এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কের্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ফ.ম,নুরুল ইসলাম,বঙ্গবন্ধু সৈনিক লীগের কালিয়াকৈর উপজেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। এসময় মন্ত্রী এসময় বলেন, উন্নয়নের মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। স্মার্ট নাগরিক গড়া এবং সমাজের পিছিয়ে পড়াদের এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের আরো বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, তাঁর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নানা কারণে সমাজে প্রান্তিক হিসেবে চিহ্নিত হন। আর্থিক কারণ ছাড়াও শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক ও ভৌগলিক নানা কারণে মানুষ প্রান্তিক জীবনযাপন করেন, তাঁদের সংখ্যা অনেক। তাঁদের জীবনমান উন্নয়নে চলমান কর্মসূচির পাশাপাশি প্রয়োজনে আরও নতুন পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।