রিয়াদ হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় দিবসটি পালিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে তালা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মো. বাবর আলী, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।
উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ২০০৭ সালে সংস্থাটির সদস্য পদ লাভ করে। তবে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয় ২০১৭ সাল থেকে।