শফিকুল ইসলাম, তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সরকারি কর্মচারী হয়েও রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। শুধু রাজনীতি নয় জমি -জমা জালিয়াতির ওস্তাদ বলেও তার নিজ এলাকায় অনেক দূর্নামও কুড়িয়েছেন এই সরকারি কর্মচারী। এই কর্মচারী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, যার প্রতিফলন গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর সাথে মনোনয়ন জমা ছাড়াও ৪ আগষ্ট মিছিলের সামনে তাকে দেখা যায়। অভিযুক্ত সরকারি কর্মচারী হলেন, তালা উপজেলার ঘোষনগর গ্রামের মুক্তিযোদ্ধা অমল ঘোষের ছেলে ও তালার সমবায় সহকারি পরিদর্শক অজয় ঘোষ বাবলু।
এদিকে তালা মুক্তিযোদ্ধা সংসদের অধিকাংশ বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগ সম্মানিত মুক্তিযোদ্ধা তার বাবা অমল কান্তি ঘোষ একজন অভিযুক্ত মুক্তিযোদ্ধা। যেটি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসনিক কর্মকর্তা খন্দকার নুরুল ইসলাম স্বাক্ষরিত অভিযোগ পত্রের ৫ নং সিরিয়ালে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগের পর্ব রয়েছে। বিষয় গুলো তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তালার সুধী সমাজ।
তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, অজয় ঘোষ সরকারি কর্মচারী হয়েও নিজেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত করেন কিভাবে ? ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নিজে সরাসরি আওয়ামীলীগ প্রার্থীর সাথে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও নির্বাচনে প্রিজাইডিং ও পলিং অফিসার নিয়োগের দায়িত্ব নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার কারনে ১৯ সালে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সহ জেলা, উপজেলায় লিখিত অভিযোগ করা হয়। অজয় ঘোষ অফিসে এক একটি লাইসেন্স এর বিপরীতে হাজার হাজার টাকা নিয়েছে।
এবিষয়ে অজয় ঘোষের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, জাল-জালিয়াতি কিম্বা কোন রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না।
এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক জানান, অজয় ঘোষ তো আওয়ামী লীগের রাজনীতি করে। সে ২০১৯ সালে উপজেলা নির্বাচনে উপজেলার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দেওয়ার ছবি সংরক্ষণ আছে। এছাড়াও গত ০৪ আগষ্ট অজয়কে একটি মিছিলের সামনে থাকতে দেখা গেছে। আর অজয়ের বাবা অমল কান্তি ঘোষ এক জন অভিযুক্ত মুক্তিযোদ্ধা। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে প্রেরিত অভিযুক্ত মুক্তিযোদ্ধার তালিকায় ৫ নং সিরিয়ালে অমল কান্তি ঘোষের নাম উল্লেখ করা আছে। বিষয়টি তদন্ত করে দেখার জোর দাবি জানান এই মুক্তিযোদ্ধা।
তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার জানান, মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ কোথায় যুদ্ধ করেছে, তা আমরা কেউ জানিনা। সে নিজেও বলতে পারে না। বিষয়টি তদন্ত করে দেখা উচিৎ বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা।