জি এম শফিউর রহমান, তালা প্রতিনিধি: তালায় ক্যান্সার,কিডনী লিভার, সিরোসিস, স্টোকে প্রারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত হতদরিদ্র ৩৬জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্দ্যোগে উপজেলার আনছার ভিডিপি হলরুমে চেন বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, কৃষি সম্পসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়,ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,প্রভাষক প্রণব ঘোষ বাবলু উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক হিরণময় মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানের শেষে জেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয় আক্রান্ত হতদরিদ্র ৩৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।