ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

Sk Rayhan
অক্টোবর ১, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোরশেদ আলম, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ আজ ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস, যথাযোগ্য মর্যাদায় সারাবিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় “সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রাঙ্গণে শতশত প্রবীণদের অংশগ্রহণে উপজেলা সমাজ সেবা অফিস, কারিতাস এসডিডিবি প্রকল্প, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি,, রুশা বাংলাদেশ এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ থেকে র‍্যালী শুরু হয়ে দুর্গাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রবীণ কর্মসূচির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে কারিতাস এর বিরিশিরি প্রতিনিধি সারেন তজু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রাজীব উল আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা আঃ হক, উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা সমাজ সেবা সুপারভাইজার মোঃ বাবুল মিয়া, দুর্গাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান রিদয়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার , কারিতাস দুর্গাপুর এর মাঠ কর্মকর্তা ছবি ম্রং, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, ডিএসকে প্রবীণ কর্মসূচির ব্যবস্থাপক মোরশেদ আলম, দুর্গাপুর ইউনিয়ন ডিসি কমিটির সম্পাদক আঃ হাই প্রমুখ।

বক্তারা বলেন,প্রবীণদেরকে সমাজে যথাযথ মূল্যায়ন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি, এই দুয়ে দেশের মুক্তি।
প্রবীণ ব্যাক্তিদের গুরুত্বকে বাড়িয়ে দিতেই এ দিবস সারা বছর আমাদেরকে সেবার মনোভাবে উৎসাহি করে রাখে। আমাদের ভরসার স্থল এই প্রবীণ মানুষগুলোকে ভালো রাখা আমাদেও দায়িত্ব ও কর্তব্য। শেষ বয়সে বৃদ্ধাশ্রম যেন কোন প্রবীণের শেষ বয়সের ঠিকানা না হয়,সেদিকে সজাগ দৃষ্টি আমাদের এই বয়স্ক স্বজনদের জীবনকে সুখি করবে। বিশ্বের অন্যান্য দেশ ও জাতীর সাথেই দিবসের গুরুত্বকে মূল্যায়ন করে আমাদের দেশে প্রবীণ দিবস পালিত হয় ১অক্টোবর।১৯৯০ সালের ১৪ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় প্রতি বছরের এই দিনটিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।