ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় আওয়ামীলীগ নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি; স্বর্নালঙ্কার, বন্দুক ও মোটরসাইকেল লুট

Sk Rayhan
জুন ২৯, ২০২৪ ২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এক ভাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ এবং অপর ভাই বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে উপজেলার দেবিশহরে অবস্থিত উক্ত দুই ভাইয়ের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতিকালে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, লাইসেন্সকৃত দোনালা বন্দুক, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য সম্পদ লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে মেইন গেটের তালা ভেঙ্গে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়িতে অবস্থানরত সকলকে জিম্মি করে ফেলে। সেসময় ডাকাতরা তাদের মোবাইল ফোন গুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল ও অন্যান্য মুল্যবান সম্পদসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা বন্দুক নিয়ে চলে যায়। পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফজলুল হক ও দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।