আব্দুল্লাহ আল মামুন,স্টাফ রিপোটার।। দেবহাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩ জুন, মঙ্গলবার দুপুর ১টায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। কি নোট স্পিকার হিসেবে ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা পিআইও কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ। এসময় জলবায়ু পরিবর্তনজনীত কারনে কৃষকদের করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।