আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি।। “সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” শ্লোগান সামনে রেখে দেবহাটায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহামুদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা বিআরডিবি অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সহকারী মৎস্য অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুল্লাহ ইয়াহিয়া, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সালমা পারভীন ও তবিবুর রহমান, অফিস সহায়ক শ্যামল কুমার ঢালী, স্কানিং অপরেটর উর্মি আরবী, অফিস স্টাফ রাসেল আহম্মেদ, সুকুমার কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।