ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা

Sk Rayhan
জানুয়ারি ১৬, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ জানুয়ারী, ২৪ ইং সকাল ১১টায় উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আশার আলোর আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এসএম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মফিজুল ইসলাম ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশার আলো এনজিওর মেডিকেল অফিসার ডাক্তার আরাফাত হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমুজ্জামান ও কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যগণ ও সুধীজন ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।