আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ ও কল্যাণ তহবিল হতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(৩০ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব আলহাজ্ব সলিমুল্লাহ তিনি বলেন এখন থেকে তোমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে না পারো তাহলে আগামী দিন প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেনা, এই বিদ্যালয় থেকে পড়ালেখা করে অনেক মেধাবী শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে দেশে-বিদেশে বড় বড় দায়িত্ব পালন করছে তারা যদি পারে তাহলে তোমরা কেন পারবে না ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, মিসেস রাবেয়া শাহজাহান, মিসেস সলিমুল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী হাসান কাজল, আজগর আলী, ডাক্তার নিমাই চন্দ্র ঘোষ, ইউপি সদস্য বাবলু ,স্কুল শিক্ষিকা রাজিয়া খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক বৃন্দ, অভিভাবক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জি ও সহকারী শিক্ষক দেবব্রত কুমার।