ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

Sk Rayhan
মার্চ ২৫, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাওঁ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রীপা আক্তারের বিরুদ্ধে কর্মফাঁকিসহ সেবা প্রদানে অনিয়ম, হয়রানি ও দায়িত্বে অবহেলা ও প্রতি বোগীর কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথাসহ নানান রোগ প্রতিরোধে ২৭ ধরনের ওষুধ সম্পূর্ণ বিনা মূল্যে সরবরাহ করার কথা। সেই সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার কথা থাকলেও অনিয়মের বেড়াজালে ঘুরপাক খাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।

উপজেলা স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেয়ার কথা স্বাস্থ্যকর্মীদের, কিন্তু বাস্তবে এ চিত্র উল্টো।

অধিকাংশ সময় মাঠগাওঁ ক্লিনিক নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় , খোলাও হয় দেরিতে। ফলে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ ছাড়া ওষুধ না পাওয়ারও অভিযোগ সেবাপ্রত্যাশীদের। এতে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা চরম হুমকির মুখে পড়েছে।

রোগী ও স্বজনরা বলেন, সকাল ১০টায় এলেও দেখি ক্লিনিক বন্ধ, দুপুর ২টার পর এলেও দেখি বন্ধ। খোলে কখন! খুললেও বলে ওষুধ নেই। আমরা কোথায় যাব, টাকা ছাড়াও সেবা মিলে না। প্রতিজন রোগীর কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা করে নেওয়া হয় ।

এবিষয়ে মাঠগাওঁ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রীপা আক্তার যথাসময়ে খোলা থাকে না এবং রোগীদের সাথে দুর্ব্যবহার ও টাকা নেওযার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আবু সালেহীন খান জানান, নির্ধারিত সময়ের আগে ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে মনিটরিং জোরদার করা হবে। টাকা নেওয়ার বিষয়টি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।