ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

Sk Rayhan
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল্লাহ আল মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাতবরনকারী শহীদ ২৫ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলাম পটুয়াখালী জেলা শাখার আমীর অধ্যাপক মুহম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলার সাবেক আমীর মাওলানা এ. কে. এম ফখরুদ্দীন খান রাযী, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আল নাহিয়ান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এ.টি. এম মোজাম্মেল হোসেন তপন, জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাড. নাজমুল আহসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান, পৌর শাখা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, জেলা জামায়াতের যুব নেতা মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহাদী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. তোফাজ্জেল হোসেন, শহীদ হৃদয় তরুয়া’র বাবা রতন চন্দ্র তরুয়া প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা তানভীরুল হাসান। দোয়া শেষে প্রধান অতিথি এ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।