শাহরিয়ার কবির,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।পাইকগাছা পৌরসভার শিববাটি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পাউবোর জায়গা দখল করে কাঠ ও বাঁশের খুটি দিয়ে গোলপাতার ছাউনি করে দোকান ঘর নির্মাণের কাজ কয়েক দিন চলার পর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে। ৩০নভেম্বর বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই পাউবো কর্তৃপক্ষ সরেজমিনে উপস্থিত হয়ে চলমান দোকান ঘর নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন বলে সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে।
সরেজমিনে ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ শিববাটি গ্রামের মৃত শরৎ চন্দ্র সানার ছেলে বিধান চন্দ্র সানা(৪৫)ওই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত শিবসা নদীর পাড় ঘেঁষে শিববাটি গেট সংলগ্ন পাউবোর জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় কাঠ ও বাঁশের খুটি দিয়ে গোলপাতার ছাউনি করে অবৈধভাবে তিনি এই ঘর নির্মাণ করছিলেন। কাঠ ও বাঁশের খুটি দিয়ে উপরে গোলপাতার ছাউনির এবং চারিদিকে বাশের চটা দিয়ে বেড়া দেয়া হচ্ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হলে বিধান চন্দ্র সানা বলেন, সবাই জানে এই জায়গায় পূূর্বে আমার দোকান ছিল তাই পুনরায় সেটা ঠিক করছি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী রোমিত হোসেন মনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই সরেজমিনে পৌছে কাজ বন্ধ করে দিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।