মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি প্রতিনিধি, খুলনা : খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের পাশেই ভদ্রা নদী।২২ আগস্ট দুপুরে এখানে পানি উন্নয়ন বোর্ডের ২২ নং পোল্ডারে উপকূল রক্ষার বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে
স্থানীয় লোকজন রাতেই মেরামতের চেষ্টা করে,কিছু অংশ দৃশ্যমানও করে কিন্তু সকাল হতে না হতেই আবার সেটা ভেঙে যায়। খবর পেয়ে ২৩ আগষ্ট সোলাদানা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে এক হাজারেরো বেশি লোকবল নিয়ে বাঁধ মেরামতে অংশ নেয়। এ সময় তাদের সাথে সাধারণ জনতাও অংশ নেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আবারো ২৪ আগষ্ট সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে প্রায় ৪ হাজারের মতো লোকবল নিয়ে বাঁধ মেরামতে অংশ নেয় এবং এর সাথে সাধারণ জনতাও স্বেচ্ছাশ্রমে অংশ গ্রহণ করেছিল। বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক যারা নিরালস পরিশ্রম করে সকলের সাথে কাধে কাধ মিলিয়ে বাঁধ বিনির্মান করেছে। বাধের কাজ অর্ধেক সমাপ্ত করতে সক্ষম হলেও জোয়ারের পানি এসে ২ জায়গায় আবার ও ভাঙ্গনের সৃষ্টি হয়।
জাতীর এই ক্লান্তি লগ্নে জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে আসতেছে এবং এরাই দেশকে আগামী দিনকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।