শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনে পাইকগাছায় “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প” এর আওতায় তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি
শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, মোঃ জাকারিয়া, অধ্যক্ষ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইসলামী ব্যাংক ব্যাবস্থাপক মোঃ রুহুল আমিন।
এসময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল হুদা, সহকারী মোঃ শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উত্তম কুমার কুন্ডু, ডলন্টন রায়,আঃ কালাম আজাদ, মোঃ সরাজ উদ্দীন মোড়ল, দেবদাস রায়, এস এম মফিজুর রহমান, মোঃ এনামুল হক, ইয়াসিন আলী খান,আফজাল হোসাইন, সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, সাংবাদিক, উপকার ভোগী কৃষক-কষাণীগণ এসময়ে উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথি বৃন্দ মেলায় প্রদর্শনী রত ১০টি স্টল পরিদর্শন করেন।