শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৩০টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মন্দির কমিটির সভাপতি -সম্পাদকদের নিকট মন্দির প্রতি ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জামায়েত নেতা মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ আলতাফ হুসাইন,সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, মোর্তজা জামাল আলমগীর রুলু, ইসলামী আন্দোলনের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃীঃ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ রায়,পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, মুরারি মোহন সরকার, কৃষ্ণেন্দু দত্ত,পৌর পূজা কমিটির সভাপতি বাবু রাম মন্ডল,পৌর হিন্দু বৌদ্ধ খৃীঃ ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার ,শংকর দেবনাথ,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান,স্বপন সাহা, পিযুষ সাধু,তুষার কান্তি মন্ডল,রামপ্রসাদ সানাসহ সকল পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।
উল্লেখ্য,এবার প্রত্যেক পূজা মন্দিরের অনুকুলে ৫০০কেজি করে সরকারি চাল বরাদ্দ হয়।