ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা গাড়ালমারি খালের স্লুইসগেট পরিদর্শন করেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সেলিম নেওয়াজ

Sk Rayhan
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের ফলে গত তিন দিনের টানা বৃষ্টিতে পাইকগাছা পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত আরো দুই এক দিন চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

রবিবার সকালে পাইকগাছা পৌরসভার গাড়ালমারি খালের স্লুইসগেট পরিদর্শন করেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক আবু সাফা, প্রভাষক মো. শহিদুল ইসলাম, স্থানীয় আলহাজ্ব মো. জলিল ঢালী প্রমূখ।পৌরসভার ওয়াপদার ৬ নং ওয়ার্ডে টানা তিন দিন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসময় তিনি গাড়ালমারি খালের স্লুইসগেট অবমুক্ত রাখার জন্য কেষ্ট পদ মন্ডল কে পরামর্শ দেন। তিনি কেষ্ট পদকে গেট খুলে রাখতে বলে যাতে করে এ গেট দিয়ে দ্রুত পানি সরবরাহ করতে পারে। টানা তিন দিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে পড়েছে পুরানো জেলখানা এলাকা, মাদ্রাসা পাড়া ও ওয়াপদা পাড়ার বেশ কিছু পরিবার। তিনি বলেন স্লুইসগেট খুলে রাখলে দ্রুত পানি সরে যেতে পারবে। দ্রুত পানি সরে গেলে সবাই চলাচল করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।