ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটা শাকদাহ গ্রামের তিন ভাইয়ের স্বেচ্ছাচারিতায় কাঁচা রাস্তার বেহাল দশা

Sk Rayhan
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

গৌতম কর্মকার, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ।। পাটকেলঘাটার শাকদাহ গ্রামের জুড়োন কর্মকার এর বাড়ী থেকে শাকদাহ পুজা মন্ডপ পর্যন্ত সরকারি কাচা রাস্তাটি তিন ভাইয়ের স্বেচ্ছাচারিতার কারণে বর্ষার মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে চরম দূর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ । রবিবার (১৭ সেপ্টম্বর)সরেজমিনে গেলে দেখা যায়, শাকদাহ গ্রামের সতিস দাশের ৩ পুত্র পরিমল দাশ, অমল দাশ ও নির্মল দাশ তাদের এক বিঘার অধিক জমির পানি সরানোর জন্য প্লাষ্টিকের পাইপের মাধ্যমে এই রাস্তাটির মাঝ বরাবর পাইপের মুখ দিয়ে রেখেছে। এতে করে রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই কাদাই পরিপূর্ণ হয়ে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি ।অথচ তাদের জমির পানি অন্য জায়গা দিয়ে সরানোর ব্যবস্থা থাকলেও তারা হিংসামূলক ভাবে এই রাস্তাটি দিয়ে সরানোর ব্যবস্থা করে রেখেছে। এলাকাবাসী তাদের একাধিকবার এই রাস্তাটি দিয়ে পানি সরাতে নিষিধ করে আসছে। কিন্তু তাতে তারা কর্ণপাত করে না। এবিষয়ে তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও মানবিক পাটকেলঘাটা সামাজিক সংগঠনের সভাপতি শাকদাহ গ্রামের নিবাসি গৌতম কর্মকার বলেন, এ সরকারী রাস্তাটি দীর্ঘদিন পরিমল দাশ, অমল দাশ ও নির্মল দাশ ৩ ভাই দখল করে রেখেছিল। পরে আমরা গ্রাম বাসী সাবেক তালা উপজেলা নির্বাহি অফিসার ও সাবেক সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সহযোগীতায় এলাকায় জনগণের চলাচলের সুবির্ধার্তে রাস্তাটি দখল মুক্ত করি।পরে রাস্তাটি সংষ্কারের জন্য চেয়ারম্যান মাটি ভরাট করে উচু করার জন্য ১ লক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দ দেয়।কিন্তু রাস্তাটি পরিমল দাশ, অমল দাশ ও নির্মল দাশ হিংসামূলকভাবে রাস্তাটিতে পানি সরানোর পাইপ দিয়ে রাস্তাটি আবার ধ্বংস করে দিচ্ছে।একই এলাকার শহিদুল সরদার জানান, পরিমল দাশ, অমল দাশ ও নির্মল দাশের স্বেচ্ছাচারিতাই রাস্তাটি আবার ধ্বংশ হয়ে যাচ্ছে। এলাকাবাসীর একটাই দাবী পরিমল দাশ, অমল দাশ ও নির্মল দাশ যেন তাদের পানি সরানোর পাইপটি রাস্তায় না দিয়ে অন্য জায়গা দিয়ে সরানোর ব্যবস্থা করে। এবং জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি পাকা করণের দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।