আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে অপুষ্টির শিকার ৫০টি শিশুর পরিবারের মাঝে ৩ মাসের পুষ্টি সামগ্রী (পুষ্টিকনা) ও ত্রিশটি করে ডিম সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার পারুলিয়া ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও অর্থায়নে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত পুষ্টি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত পরিবারের মাঝে পুষ্টি কনা ও ডিম বিতরণ করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
উপজেলা সি এস ও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউপি সদস্য অসিম কুমার ঘোষ, আব্দুল আলিম, নজরুল ইসলাম, আব্দুর রকিব, নুর বানু কাদেরী, ফারহানা পারভীন মুক্তি, হাসিনা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সিএসও আক্তার ঢালী, সাফায়েত হোসেন বাচ্চু, বাবুরাম মন্ডল, নাজমুল শাহাদাত, প্রশান্ত মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় উঠান বৈঠকের মাধ্যমে মায়েদেরকে পর্যাপ্ত জ্ঞান আহরনের জন্য এবং অপুষ্টি দূর করতে তাদেরকে যথেষ্ট সচেতন ও সহযোগিতা করা হচ্ছে। যার ফলে আজকের কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামীতে এ কার্যক্রম চলমান থাকবে এবং পারুলিয়া ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জরিপের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫০টি পরিবারে মা ও শিশুদের মাঝে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।