ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Sk Rayhan
ডিসেম্বর ১৬, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সমাজ চেতনা ডেস্কঃ কাতার বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার (১৮ ডিসেম্বর) মাঠে নামবে আর্জেন্টিনা। তৃতীয় শিরোপার লক্ষ্যে ফরাসিদের মোকাবিলায় মাঠে নামার আগে দল ঘোচানো নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোচ স্ক্যালোনি। কারণ ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে শিবিরে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ সব সদস্য।

পোল্যান্ডের বিপক্ষে উরুর চোটে পড়ে ডি মারিয়া আর ফিরতে পারেননি আলবিসিলেস্তেদের শুরুর একাদশে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রয়োজনে অতিরিক্ত সময়ের শেষদিকে মাঠে নামলেও, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে নামানোর ঝুঁকি নেননি স্ক্যালোনি। হয়তো ফাইনালে খেলাবেন দেখেই তাকে ফিট রাখতে চেয়েছিলেন আর্জেন্টাইন কোচ। অবশেষে সে সময়ও চলে এসেছে।

টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, দলের শক্তি বাড়াতে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ডি মারিয়াকে রাখতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে একাদশ সাজাতে হবে ৪-৩-৩ ফর্মেশনে। অর্থাৎ লিওনেল মেসি, হুলিয়ান আলভারাজের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন ডি মারিয়া। তবে ডি মারিয়া যদি শুরুর একাদশে না ফেরেন তাহলে তাহলে আগের ৪-৪-২ ফর্মেশন নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।
এদিকে সৌদি আরবের বিপক্ষে আসর শুরুর ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচে প্রথম একাদশে ছিলেন অ্যাকুনা। তবে আসরে দুই হলুদ কার্ড দেখায় সেমিফাইনালের আগে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয়। যার কারণে শেষ চারের লড়াইয়ে তিনি খেলতে পারেননি ক্রোয়েশিয়ার বিপক্ষে। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে আবার ফিরছেন এ লেফট ব্যাক।

রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ বুঝেই প্রতিপক্ষ শিবিরে হানা দিতে পটু অ্যাকুনা। আসরে নিজে কোনো গোলের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। তার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেরায় ফাইনালের আগে বাড়তি শক্তি যোগ হচ্ছে আর্জেন্টিনা শিবিরে।

কিন্তু কিছুটা দুশ্চিন্তা আছে দলের প্রানভোমরা লিওনেল মেসিকে নিয়ে। কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ফাইনালের লক্ষ্যে প্রথম অনুশীলন সেরেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে সেখানে ছিলেন না লিওনেল মেসি। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা আছে মেসির। সেই সমস্যার পরিচর্যা করছেন সময়ের অন্যতম সেরা তারকা। অবশ্য ফাইনালে খেলতে কোনো সমস্যা নেই তার।
সূত্রঃ সময় টেলিভিশন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।