আবদুল্লাহ আল মামুন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাঠ পর্যায়ের কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২২জুন সকাল এগারটা হতে দুপুর একটা পর্যন্ত বড় ডালিমা দাখিল মাদ্রাসায় এ প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এতে উপজেলার ৪৫ জন নারী ও পূরুষ কৃষক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে একটি ট্রেনিং ব্যাগ, প্রশিক্ষণ মেন্যুয়াল ২টা, তথ্য সংরক্ষণ বই ১টা, প্রশিক্ষণ ভাতা নগদ ৫০০ শত টাকা এবং যাতায়াত ভাতা প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
উক্ত মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবদুস সালাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সহযোগী গবেষক অনুপ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের জেষ্ঠ শিক্ষক বাবু তুষার বালা।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ইউনাইটেড ন্যাসন্স ডেভেলপমেন্ট ( ইউএসডিএ) এর অর্থায়নে চর এলাকায় উচ্চ মূল্যের তিনটি ফসলের উদ্যোক্তা উন্নয়ন ও মূল্য সৃঙ্খল শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন দেয়া হয়। উৎপাদিত তিনটি ফসলের আয়, ব্যয় ও মূনাফা বিশ্লেষন, ফলন ও প্রযুক্তি ব্যবধান নির্ধারন এবং ফসল গুলোর রপ্তানী সম্ভাব্যতা যাচাই করা, এ তিনটি উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।