পরিতোষ বৈদ্য, শ্যামনগর প্রতিনিধিঃ “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে অদ্য ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উপলক্ষ্যে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন ও পিসিআরসিবি প্রকল্প এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এবং সিসআরসি এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন কর্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে এলাকা ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে আলচনা সভা এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তবে বলেন “বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় একটি রোল মডেল, আমাদেরকে সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দুর্যোগ প্রশমনেও কাজ করতে হবে” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রউফ,সিসিডিবি- স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়য়কারী সুজন বিশ্বাস, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি: শিপলু মন্ডল । এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিশয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলেক্ষিত দিবষের প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে চিত্রাঙ্কন ও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে প্রথম দ্বিতিয় ও তৃতীয় স্থান অধিকারিদের পুরুস্কার প্রদান করেন সম্মনিত চেয়ারম্যান ৯ নং বুড়িগোয়ালিনি ইউনিয়ন, শ্যামনগর, সাতক্ষিরা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনে সহযোগীতা করার জন্য সিসিডিবি, সিসিআরসি, কারিতাস এনজিওকে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন।
এদিকে শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদে একটি বর্নাঢ্য শোভাযত্রা শেষে আলোচনাসভা সম্মনিত উপাজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে জনাব এস এম জগলুল হায়দার, মাননীয় সংসদ সদস্য ১০৮ সাতক্ষীরা প্রধান অতিথি ও জনাব এস এম আতাউল হক দোলন, চেয়ারম্যান উপাজেলা পরিষদ শ্যামনগর বিশেষ অতিথি হিসেবে উপ্তহিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর অত্যন্ত ফলপ্রসূ আলোচনাসভা অনুষ্ঠিত হয় যেখানে সিসিডিবি এবং কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ যৌথভাবে অংশগ্রহন করে।