ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কর্মসূচি অব্যাহত: সাতক্ষীরায় মতবিনিময় 

Sk Rayhan
জুলাই ২৩, ২০২৩ ৭:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি: দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলা শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। লাগাতার এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহ্বানে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম। সভায় বক্তারা শিক্ষকদের চলমান দাবি আদায়ের পক্ষে বক্তব্য রাখেন। তারা তাদের ন্যায্য দাবির সমর্থনে যুক্তি তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতির আন্দোলন চলবে। কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের সঙ্গে আলোচনাও চলবে। বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ জুলাই থেকে যে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা তাতে সাতক্ষীরা জেলা ও সকল উপজেলা শাখা সংহতি প্রকাশ করেছেন।

বক্তারা আরও বলেন, গত রোববার (১৬ জুলাই) থেকে বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে বিপুলসংখ্যক শিক্ষার্থীও এই কর্মসূচি শুরু করেছে। দাবি আদায়ের ঘোষণা না এলে সামনে আমরণ অনশনের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

বক্তারা শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বর্তমানে সারা দেশে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আছে ২০ হাজারের বেশি। এর মধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬৮৪টি, বাকিগুলো বেসরকারি। সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে মোট শিক্ষার্থী ১ কোটি ১ লাখ ৯০ হাজার ২২। মোট শিক্ষক আছেন পৌনে তিন লাখের মতো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই এমপিওভুক্ত। এর মানে হলো এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আব্দু্ল জব্বার, আবু তাহের, আবুল কাশেম, মিজানুর রহমান, জিএম আব্দুর রকিব আল মেহেদি, ইজাজ উদ্দীন, মোঃ নজিবু্ল ইসলাম, আবু হাসান, শাহজাহান আলী, হারান চন্দ্র সরকার, আব্দুল লতিফ, শাহাজউদ্দীন, আবুল কাশেম, মোঃ আব্দুল্লাহ, আব্দুস সবুর, মাখন লাল বিশ্বাস, আবু অহিদ বাবলু, বনি আমিন, এম এ কাশেম, হাবিবুর রহমান, তৈয়েবুর রহমান, নিলুফা বানু, কৃষ্ণবন্ধু ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।