ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Sk Rayhan
মার্চ ১৪, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় শেখ আঃ হাই ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার কুমারখালিস্থ শেখ আঃ হাই ফাউন্ডেশন (শেখ আঃ হাই সাহেবের বাড়ীর সামনে) আলহাজ্ব শেখ আঃ সালাম এন্ড কোং এর কার্যালয় দি ফ্রেড হলোস ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়া সরকারের সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রায় এক হাজার প্রবীণ নারী ও পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়। বাগেরহাট দৃষ্টিদান চক্ষুদান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সাদিয়ার নেতৃত্ব অন্যান্য চিকিৎসকরা এ সেবা দিয়েছেন।

এসময় চক্ষু রোগীদের চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়।ক্যাম্পে পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম, শেখ আঃ হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, আ’লীগ নেতা শেখ মোঃ বেল্লাল হোসেন, বাগেরহাট দৃষ্টিদান চক্ষুদান হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনের সেচ্ছাসেবক মোঃ পারভেজ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।