মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় পুষ্টি মেলা ও প্রচারাভিযান ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এই মেলা মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স’র মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। পুষ্টি মেলা ও প্রচারাভিযান উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে কলেজ মোড় ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে আবার মেলার স্টল প্রাঙ্গণে এসে শেষ হয়।
আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, ডাঃ প্রকাশ রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ অমল কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম, মাসুদ রানা প্রমূখ।
ক্রেইন প্রকল্পের রুপান্তরের এ্যাডভোকেসি ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকর, জেজেএস’র লাইভলিহুড এন্ড প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট আব্দুল বাকি সহ উপজেলা কো-অর্ডিনেটর তরুন বড়ুয়া, রুপান্তরের ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার বিপাশা রায়, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ মনিরুল ইসলাম, রতন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, রাদিয়া খাতুন প্রমূখ।
পুষ্টি মেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ক্রেইন প্রকল্পের উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও অফিস সহ সর্বমোট ১৩টি স্টল প্রদর্শনী হিসেবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলা এই মেলায় স্থানীয় লোকজন সহ দূরদূরান্ত থেকে আসা লোকগুলো পুষ্টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
পুষ্টি মেলা ও প্রচারাভিযান উপলক্ষে এই মেলায় স্থানীয় কৃষক, কৃষাণী, লীড ফার্মার তাদের বাড়ীতে চাষ করা বীষমুক্ত সবজী, শিশুদের পুষ্টিকর খাবার রান্না এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রদান কৃত সেবা সমূহ সম্পর্কে লোকজন বিস্তারিত ধারণা লাভ করেন।
পুষ্টি মেলায় ৬ মাসের শিশুকে শুধু মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো, গর্ভবতি মায়েদের ৪টি চেকাপ, শিশুদের জিএমপি, ওজন উচ্চতা সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা সমূহ প্রদান করেন স্বাস্থ্য বিভাগ।
ক্রেইন প্রকল্পের আয়োজনে বিকাল ৩ টায় পুষ্টি বিষয়ক পটগান অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপর আমন্ত্রিত অতিথি সহ সকালে স্টল প্রদর্শন করেন এবং গঠিত কমিটি মেলায় অংশগ্রহণের জন্য ১ম, ২য়, ও ৩য় স্থান নির্বাচন করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের ক্রেস্ট ও মেলায় অংশগ্রহণ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আমন্ত্রিত অতিথিরা পুরুষ্কার তুলে দেন।
উল্লেখ্য, ক্রেইন প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’র সহযোগিতায় জেজেএস, রুপান্তর ও ওয়াটার এইড’র মাধ্যমে বাগেরহাটের মোংলা, মোল্লাহাট, কচুয়া ও শরণখোলা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।