মাসুদ সিকদার, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ২৬ মার্চ ২০২৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় সকাল ৭.৩০ ঘটিকায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যে দিয়ে উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন এর মাধ্যমে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, বয়স্কাউট, গার্লস গাইড, কাবদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেলা ১১ থটিকায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী সহ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ একাদশ বনাম গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সূধী একাদশ প্রীতি ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা সহ হাসপাতাল ও এতিমখানায় ইফতার বিতরণ করেন। দিনব্যাপী এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ্যাডঃ খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগন ও সুধী সমাজের হাজারো অংশগ্রহণকারী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জা-ই- কা কর্মকর্তা ইমরান হোসাইন ও সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএনওর ব্যাক্তিগত সহকারী আবুল বাসার।