মো. মাসুদ সিকদার : ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়ায় তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঝালকাঠির রাজাপুরে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (০২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে মিলন মাহমুদ বাচ্চু, জিয়া হায়দার খান, আফরোজা আক্তার লাইজু, নজরুল ইসলাম ও আহসান হাবিব। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান এর আগে থেকে মাঠে থাকলেও মনোনয়নপত্র জমা দেননি এবং তিনি নির্বাচনে অংশ নিবেন না বলে জানা গেছে । এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চন্দ্র শেখর হালদার, নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল হাসান, জিয়াউল হক লালন, সোহেল আহমেদসহ ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার পুতুল, সুমনা পারভীন সুমি, ছালমা বেগম, হাফিজা বেগম, নাসরিন আক্তারসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে কাঁঠালিয়া উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. আবদুল জলিল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মো. মনিরুজ্জামান গোলদার, অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, গৌতম চন্দ্র মন্ডল, মো. রেজাউল করিম সাদ্দাম, সৈয়দ মাইনুল হোসেন। মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসাঃ সাহিদা আক্তার বিন্দু, মোসাঃ শাহানাজ বেগম, শেফালী বেগম, নাজমিন আক্তার তুলি মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।