নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বুধবার (২৬ জুন) শাহাজাতপুর ইউছুপ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও কে ,এস ,ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন ।
দুই প্রতিষ্ঠানেই একটি মতবিনিময় সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সঠিক উত্তর দাতাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সেখানে ছাত্র ছাত্রীদের মাঝে সংগঠনের কর্মকাণ্ড,লক্ষ্য উদ্দেশ্যে বিস্তারিত তুলে হয়। আলোচিত হয় সাম্প্রতিক সময়ের নানা প্রাকৃতিক বিপর্যয়, সুন্দর বন এবং সম্প্রতি স্বীকৃতি প্রাপ্ত বীরাঙ্গনা গুরুদসী মাসির জীবন ও আত্মত্যাগের ইতিহাস। পরিশেষে নবম ও দশম শ্রেণীর প্রায় সত্তর জন ছাত্র ছাত্রীকে বিনামূল্যে সদস্য ফরম পূরণ পূর্বক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং আগামীতে যে কোন জাতীয় দিবস কে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আজকের কর্মসূচি সমন্বয় করেন: সহ ছাত্র বিষয়ক সম্পাদক কল্লোল সরকার রূদ্র তাকে সহযোগিতা করেন ক্রিড়া সম্পাদক একলাস হোসেন ও সহ প্রচার সম্পাদক দীপু দাশ এবং আকাশ। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন। সাংগঠনিক তথ্য উপাত্ত উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক: মোতাহার হোসেন বুলবুল। টিমের নেতৃত্বে দেন সাধারণ সম্পাদক:সানজিদুল হাসান।