কয়রা প্রতিনিধি :খুলনা -৬ (কয়রা – পাইকগাছা ) আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য মোঃ রশীদুজ্জামানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় কয়রাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নব নির্বাচিত এমপি।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে কয়রা উপজেলার পরিষদ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গণসংবর্ধনা দেওয়া হয়। এর আগে এমপি কয়রা পাইকগাছা সিমানায় এসে পৌছলে আগে থেকে থাকা সহস্রাধিক নারী পুরুষ ও জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল তাকে করে বরণ করেন। পরে মটর সাইলকেল শোভাযাত্রায় নেতাকর্মীদের সাথে নিয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্টানে যোগ দিয়ে উপজেলা চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ও বঙ্গবন্ধু পরিবারের শহিদদের স্মৃতির স্বরণে ১মিনিট নিরবতা পালন করেন।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ-সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল। সংবর্ধনা শেষে নব নির্বাচিত এমপি রশীদুজ্জামান বলেন, আপনাদের ভালবাসায় আমি অভিভূত, আবেগ আপ্লুত। আপনাদের কাছে ঋনী হয়ে গেলাম আমি। ইনশাআল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কয়রাবাসীর উন্নয়নের মাধ্যমেই এ ভালবাসার প্রতিদান দেব।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারনেই বাংলাদেশের মানুষ তাঁকে ভালবেসে পঞ্চমবারের মত দেশের দায়িত্ব তুলে দিয়েছেন, বানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব আরও উন্নয়নের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের দিকে।আপনাদের সহযোগিতায় দুর্নীতি ও মাদক প্রতিরোধ করে (কয়রা -পাইকগাছা) উপজেলাকে মডেল উপজেলা করতে চাই । তিনি উপজেলাকে শিক্ষা, লবণ পানি মুক্ত, অর্থনীতি,মানুষের ভাগ্যের উন্নয়নসহ সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খয়রুল আলম,জেলা আ’ লীগ নেতা মোস্তফা রফিকুল ইসলাম, কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, ডাঃ খান আহম্মেদ হেলালী, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, ওসি তদন্ত টিপু সুলতান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মাস্টার কফিল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক জারফুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, এ্যাড. মোশাররফ হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার,জেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, শাহ নেওয়াজ শিকারী, আ’লীগ নেতা আলহাজ্ব মনসুর আলী গাজী, কবি শামছুর রহমান, এস এম জিয়াদ আলী, সমরেশ মজুমদার, খয়রুল মাস্টার,মহিলা আ’লীগ সভাপতি নিলীমা চক্রবর্তী,সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, আলামিন ইসলাম খোকন, ইখতিয়ার উদ্দিন হিরো, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তীসহ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৫ সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।