ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ

Sk Rayhan
নভেম্বর ৪, ২০২৪ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে কোয়েল পাখি বিতরণ করেছে।
দুই ধাপে ২৭ ও ৩১ অক্টোবর রবিবার ও বৃহস্পতিবার কোয়েল পাখি বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের (দুই ধাপে ) ১২ জন নারী সদস্যকে ১২০০ টি কোয়েল পাখির বাচ্চা এবং বাচ্চার খাদ্য হিসেবে ৬০০ কেজি ফিড বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন একজন সফল উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম বলেন, কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। কোয়েল পাখি পালনে কোন ধরণের সমস্যা হলে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে, গতমাসে এসব নারীদেরকে ২ দিন ব্যাপী বিকল্প জীবিকায়ন হিসেবে কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার কোয়েল পাখির খামার পরিদর্শনের মাধ্যমে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।