ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে বনজীবীদের সমস্যা দূরীকরণে লবি এবং এ্যাডভোকেসি সভা

Sk Rayhan
আগস্ট ২৬, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: বনজীবীদের সমস্যা দূরীকরণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে উন্নয়ন সংস্থা ল্যান্ডেসা-এর আর্থিক সহায়তায় ২৫ আগস্ট, রবিবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সুশীলন টাইগার পয়েন্টের সভাকক্ষে ম্যানগ্রোভ ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ ও লাইভলিহুডস প্রজেক্টের লবি এন্ড এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সুশীলনের নির্বাহী প্রধান ও উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক সহ-ব্যবস্থাপনা কমিটি সিএমসি’র সাতক্ষীরা রেঞ্জের সভাপতি মাহমুদা আক্তার। সভার সভাপতি সুন্দরবন ব্যবস্থাপনা ও বনজীবীদের কল্যাণের নিমিত্তে নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন প্রকল্পের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। সভায় অন্যান্য বক্তারা সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্ব আরোপের পাশাপাশি উপস্থিত সকলে মিলে বনজীবীদের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমসির সাতক্ষীরা রেঞ্জের সহ-সভাপতি জুলেখা বেগম, সিএমসির কোশাধ্যক্ষ ফরিদা পারভিন, পিপলস ফোরামের সভাপতি আব্দুর রশিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সিইডিআইও এর নির্বাহী পরিচালক মোঃ আল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাবের প্রতিনিধি আব্দুর রকিব হায়দার, সিপিজি এর সদস্য পঞ্চি রানী ও ভিসিএফ এর সদস্যবৃন্দ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।