ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে সিসিডিবি’র উদ্যোগে ২টি ইউনিয়নে গাছের চারা বিতরণ

Sk Rayhan
আগস্ট ৩১, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর পাশাপাশি দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ফলের চারা বিতরণ করা হয়েছে।
৩১ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০ টায় গাবুরা ইউনিয়নের ২,৩,৪ নং ওয়ার্ড এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫,৬, ৯ নং ওয়ার্ডের ১৬৮ টি পরিবারের মাঝে দুই দিন ব্যাপী নারকেল ও কদবেলের চারা বিতরণ করা হয় ।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম আব্দুর রউফ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। স্ব স্ব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছ বিতরণ নিশ্চিত করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হোসেন মিয়া, ফিল্ড অর্গানাইজার সরস্বতী সরকার, ইসহাক বারই এবং চন্দন দাস প্রমুখ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গাছ-ই আমাদের প্রিয় বন্ধু। যত বেশি গাছ লাগাবেন তত বেশি সুরক্ষিত থাকবেন। ফলের চারা বিতণ করার জন্য তিনি সিসিডিবিকে ধন্যবাদ জানান।
দুই ইউনিয়নের স্থানীয় দরিদ্র এবং হতদরিদ্র বাসিন্দারা খুবই উৎফুল্ল মনে গাছের চারা গ্রহণ করেন এবং তারা এই গাছ লাগাবেন এবং যত্ন নেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।