ঢাকাশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সংকটে পড়া কৃষকের পাশে ময়না নাবারুণ সংঘ

Sk Rayhan
এপ্রিল ২৯, ২০২৩ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

কবির, কয়রা প্রতিনিধিঃ দুর থেকে দেখা যাচ্ছে বৈশাখের প্রখর রৌদ্রে নিরবিচ্ছিন্ন ভাবে মাঠে কৃষকের পাকা ধান কাটছে ৭০-৮০ জনের একদল তরুণ। কেউ ধান কাটছে কেউবা ধান মাড়াইয়ের জন্য ধান বাঁধছে, কেউ বা ধান মেশিনে (পা দিয়ে চালিত যন্ত্র) মাড়াই করছে, কেউবা ধান কৃষেকর বাড়িতে নিয়ে যাচ্ছে যত্ন সহকারে। তাদের পাশে যেতে জানা গেলো এই তরুণরা বিনা পারিশ্রমিকে অসহায়, হতদরিদ্র কৃষকের ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন। শুক্রবার দুপুরে এমন দৃশ্য খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীর ৫ নং ওয়ার্ড বতুল বাজার সংলগ্ন কৃষক আব্দুল হাকিম গাজি,মজিবুর মোল্লা, উত্তম কুমার দাসের জমিতে। এসময় সকাল থেকে তারা কৃষকের ২ বিঘা জমির ধান কেটে, মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেন। কৃষকের ধান কাটা তরুণ দের সাথে আলাপকালে তারা জানান তারা সকলে স্বেচ্ছাসেবী সংগঠন ময়না নবারুণ সংঘের সদস্য। তারা কৃষকের আর্থিক সংকট, শ্রমিক সংকট,শ্রমিকের মূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে হতদরিদ্র কৃষকে জমিতে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন পরিস্থিতে কৃষকের আর্থিক অবস্থার কথা চিন্তা করে সংগঠনের সভাপতি ইসরাফিল হোসেনের নেতৃত্বে কৃষকদের পাশে দাড়িয়েছে। অসহায় কৃষকে ধান কেটে দিয়ে স্থানীয় লোক জনের কাছে প্রশংসিত হয়েছেন সংগঠনের কর্মীরা তাদের এমন মানবিক উদ্যোগে এলাকার সাধারণ কৃষক আনন্দিত। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ময়না নবারুণ সংঘের সভাপতি ইসরাফিল হোসেন জানান,অসহায় কৃষকরা আর্থিক সংকটের কারণে জমির পাকা ধান শ্রমিক দিয়ে কাটতে পারছিলেন না। বিপাকে ছিলেন অসহায় কৃষকরা। আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে পৌছে দিছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে। এভাবে সংকটে থাকা কৃষকের সাহায্য করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ময়না নবারুণ সংঘ যে কাজটি করেছে তা বতুল বাজার গ্রামের উদারহণ হয়ে থাকবে। এই সংগঠণকে অনুসরণ করে সকলেকে এগিয়ে আসা উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।