ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

Sk Rayhan
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত শেখ যুবায়ের হোসেন (১৫) কোরআনের হাফেজ। সে সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার শেখ কবিরুজ্জামানের ছেলে।
শুক্রবার ১০ ই ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদের একজন খুলনা নর্দান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ার এমএসসি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম। সে পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। আহত অপর জনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে বিপরীতমুখী মোটরসাইকেল ক্রসিংয়ের সময় যাত্রীবাহী একটি বাস খুলনা অভিমুখে যাচ্ছিল। বাসটি রাস্তার ডানপাশে বেশি চাপিয়ে দেয়। এতে মোটরসাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হিসাম আল কবির জানান, এখানে দু’জনকে চিকিৎসা দিতে আনা হয়। একজনের নাকের হাড় ভেঙে গেছে। তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। তার অবস্থাও গুরুতর। অপর একজন ঘটনাস্থলেই মারা গেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, দু’টি ভেঙে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। অপর দুইজন আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।