সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের মনজিতপুরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে হাসান আলী ও জাকির হোসেন নামের ২ ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য সংরক্ষণ বিভাগ যৌথভাবে পৃথক এ অভিযান দুটি পরিচালনা করে। এ সময় জব্দকৃত বিপুল পরিমাণ রোবো আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে নিজ বাড়িতে রোবো আইসক্রিম তৈরি করে নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছিলেন মনজিতপুরের হাসান আলী। দুপুরে অভিযান পরিচালনা করে হাতেনাতে সত্যতা পেয়ে হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত ১০ বস্তা রোবো আইসক্রীম ও আইসক্রীম তৈরি করার ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।
এছাড়া মুনজিতপুরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে জাকির হোসেন নামের অপর এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।