ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার শ্যামনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ে মশা নিধনের ঔষধ স্প্রে করার পর ৪ শিক্ষার্থী অসুস্থ

Sk Rayhan
আগস্ট ২২, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোটারঃ সাতক্ষীরার শ্যামনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ে মশা নিধনের ঔষধ স্প্রে করার পর ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৬৯ নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- ঈশ্বরীপুর এলাকার আনারুল গাজীর মেয়ে তৈয়েবা (১২), সঞ্জয় কুমার সাহার মেয়ে ঈষিতা সাহা (১০), বংশীপুর এলাকার আমজাদ হোসেনের মেয়ে মারিয়া (১০) ও চন্ডিপুর এলাকার আল ইমরানের মেয়ে ইলমা (১১)।জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৬৯ নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশার ঔষধ স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী মারিয়ার বাবা আমজাদ হোসেন বলেন, মশক নিধন হোক সেটা আমরা চাই। কিন্তু আমাদের সন্তানদের ক্ষতি করে যেন মশা নিধন না করা হয়। ওষুধ ছিটানোর সময় তাদের আরও সতর্কতা অবলম্বন করা দরকার ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।