ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সিসিডিবি-এনগেজ প্রকল্পের আয়োজনে দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

Sk Rayhan
আগস্ট ৩০, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সিসিডিবি উন্নয়নমূলক ও সেবাদানকারী বেসরকারি সংস্থা, যা এনজিও ব্যুরোর অনুমোনপ্রাপ্ত। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে ৩০ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে লিডার্স প্রধান কার্যালয়ে দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, আরও উপস্থিত ছিলেন ডাঃ সৌরভ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক সহকারী কর্মকতা সুমায়া সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহানারা খাতুন, সহকারী শিক্ষক লিপিকা রায়, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্যবৃন্দ ও এনগেজ প্রকল্পের কর্মীবৃন্দ এবং এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
সভাপতি দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সুফল ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। তিনি দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ও সমাজের উন্নয়ন কিভাবে করা যায় তা উপস্থাপন করেন।
বিশেষ অতিথি বলেন, এমন একটি প্রশিক্ষণ সরকারি কর্মকর্তা ও ইউপি সদস্যদের সমাজ উন্নয়নে প্রয়োজন। এজন্য তিনি সিসিডিবি কে ধন্যবাদ জানান।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে সিসিডিবি-এনগেজ প্রকল্পের নারী সদস্যদের সংযোগ স্থাপন করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।