নিজস্ব প্রতিনিধিঃ ১ জানুয়ারি সারা দেশে বই উৎসবের ধারাবাহিকতায় ৯৫ নং দক্ষিণ কাদাকাটি কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অসিম কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই প্রদান করেন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক নবীন চন্দ্র সরকার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ভবেন্দ্রনাথ মন্ডল, সহকারী শিক্ষক/শিক্ষীকাবৃন্দ ও স্থানীয় সুধীজন ও অভিভাবকবৃন্দ। বই বিতরণ পরবর্তীতে কাদাকাটি যুব কমিটি ও কাদাকাটি কালিমাতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর মেধাতালিকা অনুযায়ী ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রীদের হাতে সন্মাননা পুরস্কার প্রদান করেন,যুব কমিটি,র সভাপতি চয়ন কান্তি রায়,কার্যকরি সদস্য বিপুল কুমার সরকার,সদস্য সৌমেন মন্ডল এছাড়াও উক্ত সময়ে যুব কমিটি ও ক্লাবের অনান্য সদস্যবৃন্দ যথাক্রমে প্রণয় কান্তি সরকার,নবকুমার মন্ডল, জয়ন্ত মুখার্জি, মিহির গাইন,রাকেশ গাইন,টগর গাইন,রাজেশ গাইন সহ সিনিয়র জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও সার্বিক বিষয়ে যুব কমিটি ও ক্লাব সদস্যদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের বিষয়টি নিশ্চিত করে যুব কমিটি সভাপতি চয়ন কান্তি রায় কোমলমতি শিশুদের পাশে থেকে শিক্ষা কাজে সংগঠনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। সর্বশেষ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বক্তব্যের মর্ধ্যো দিয়ে বই উৎসব এর সমাপ্তি ঘোষনা করা হয়।