কারও জীবন পরিপূর্ণ
শুধু ভালবেসে ,
কেউ কেউ সব হারা
ভালবাসায় ফেসে!
তুবুও ফাগুন আসে
তবু মানুষ ভালবাসে,
ভালবাসা ছাড়া বাঁচা যায়না!
কুঁড়েঘর অথবা প্রাসাদের সুখ
ভালবাসা ছাড়া হয়না,
মনের টানেই কেবল বাঁধা পরে মন।
ভালবাসায় কেটে যায় ছোট জীবন।
মায়ার বাঁধনে বেধে
জনম কাটে কেঁদে কেঁদে
কত বসন্ত আসে আর যায়!
বিরহে যে জন কাঁদে
দীর্ঘশ্বাস আর্তনাদে জীবনের
দু কূল ই হারায়।
মন যখন ভেঙে যায় নদীর মতন
দু চোখে বরষা আসে
আসে শ্রাবন।
কি হারায় কিবা পায়
বোঝেনা অবুঝ মন।
সব প্রেম, প্রেম নয়
কিছু প্রেমে ধোকা।
জনম জনম সঙগী পাশে
তবুও কেউ একা।
কাছে না থেকেও কেউ
সারা জীবন কাছে রয়।
মনের ভাষা যায়না বোঝা
মন বড় রহস্য ময়।
কেউ পায়, কেউ হারায়
কেউ পোষে অভিমান।
ভালবাসা একটি শব্দ
কিন্তুু বিরাট অভিধান।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona