ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

অর্থনীতির বিকাশ ঘটবে-প্রধানমন্ত্রী’র পাইকগাছার কড়ুলিয়া নদীর উপর সেতু

Sk Rayhan
নভেম্বর ১৫, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ উদ্বোধনের খবরে আনন্দে ভাসছে মানুষ। খুলনার জনসভায় প্রধানমন্ত্রী’র পাইকগাছা কড়ুলিয়া নদীর উপর পৌনে ১কিঃ মিঃ দৈর্ঘ্য সেতু’র ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষনায় এলাকার মানুষ আনন্দে ভাসছে।১৩ নভেম্বর বিকালে খুলনা জেলা সার্কিট হাউজ ময়দানের বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে পাইকগাছার লস্কর-বাইনতলা খেয়াঘাটস্থ কড়ুলিয়া নদীর উপর সেতু’সহ জেলার বিভিন্ন স্থানের ২৯ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেণ।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাগেছে, পাইকগাছা-কয়রা উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লস্কর-বাইনতলায় কড়ুলিয়া নদীর উপর ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্য ( পৌনে ১কিঃ মিঃ) ও ৯.৮ মিঃ (৩২) ফুট প্রশস্ত সেতু’ নির্মিত হবে। যার চুক্তিমূল্য ১শত ২০ কোটি টাকা। ন্যাশনাল ডিভালপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ (এনডিই) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২১-৯-২৩ থেকে ২০-৯-২৬ সালের মধ্যে এ সেতু’র কাজ সম্পন্ন করবেন। জমি অধিগ্রহনের কাজ চলমানের কথা উল্লেখ করে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও স্বজল বিশ্বাস জানান, এ সেতু’র নদীর মাঝখানে ২৪৬ ফুটের দৈর্ঘ্য শুধুমাত্র ১টি স্টীলের স্প্যান বসানো হবে। এর সাথে সেতু’র দু’পারে আরোও ২৪টি আরসিসি স্প্যান বসানো হবে।

উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, এলজিইডি কর্তৃক নির্মিত এ সেতুটি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সৌন্দর্য্য প্রিয় সেতু। তিনি আরোও বলেন, এটি নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের যথেষ্ট অবদান রয়েছে। প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের খবর শুনে লস্কর এলাকার বাসিন্দা নলিনী কান্ত সানা (৭২ ) জানান, এ সরকার শুধু শহর মুখি উন্নয়ন বিশ্বাসী নয়, গ্রাম-গঞ্জের মানুষের উন্নয়ন যথেষ্ট কাজ করে যাচ্ছে। কড়ুলিয়া নতূর উপর সেতু’র উদ্বোধন তারই প্রমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ ও বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি এপ্রতিনিধি কে জানান, এ সেতুটির নির্মান কাজ শেষ হলে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়ার’র সাথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং একই সাথে জমির মূল্যবৃদ্ধিসহ এলাকার অর্থনীতি’র বিকাশ ঘটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।