বিশেষ প্রতিনিধিঃকবি ও সাহিত্যক রৌনকা আফরুজ সরকারের অমর একুশ, বাংলাভাষা ও শহিদ মিনারের উপর রয়েছে অনেক অনেক কবিতা। বিশেষ করে একুশের ফুল, শহিদ মিনার, বর্ণমালা কুড়াই, স্বাধীন ভাষায় স্বাধীনতার কথা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশের কবিতা, আমি একুশের কবি হতে চাই, প্রভাতফেরি ইত্যাদি কবিতা উল্লেখযোগ্য। কবির কবিতাগুলো মাতৃভাষার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিতে এক ধাপ এগিয়ে।
বসন্তের কবি, দেশের কবি, দশের কবি, মাতৃভাষার কবি ও একুশের কবি রৌনকা আফরুজ সরকার সরাসরি কেন্দ্রীয় শহিদ মিনারে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে শহিদ মিনারে ফুল দেওয়ার জন্য। পরে তিনিন International Human rights commission (IHRC) Bangladesh chapter এর শ্রদ্ধেয় Chairman আনন্দ মহল সরকার স্যার এর সাথে দেখা করেন। কিছুটা সময় স্যারের সাথে কাটাতে পেরে তিনি গর্বিত।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona