সমাজ চেতনা ডেস্কঃ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো। সেই সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। তবে কনকনে এই শীতে বিপাকে পড়েছেন দিনমজুরেরা। সকালের হিমেল হাওয়া উপেক্ষা করেই তাঁরা বেরিয়েছেন কাজের সন্ধানে। জুবুথুবু হয়ে অনেকেই কাজ করছেন আবাদি জমিতে।শুক্রবার সকালে রংপুর নগরের সিওবাজার, চব্বিশহাজারি, কুকরুল, আমাশুসহ কয়েকটি স্থানে এই চিত্র দেখা গেছে।
উত্তরের বিভাগীয় শহর রংপুরে কয়েক দিন ধরেই ঘন কুয়াশা নামছে। রাত হলেই টিপ টিপ বৃষ্টির মতো শিশির ঝরতে শুরু করে। সকাল পর্যন্ত এর রেশ থাকে। আজ ভোর থেকেও এমন কুয়াশাবৃষ্টি দেখা গেছে। সরকারি ছুটির দিন হওয়ায় আজ সকালে চাকরিজীবী মানুষ ও ছাত্রছাত্রীদের ঘরের বাইরে বের হতে দেখা যায়নি তেমন। তবে কাজের সন্ধানে বেরিয়েছেন দিনমজুরেরা। শরীরে চাদর, সোয়েটার কিংবা জ্যাকেট মুড়িয়ে এক স্থান থেকে অন্যস্থানে ছুটতে দেখা গেছে এসব মানুষদের। ঘণ কুয়াশা আর শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে এভাবেই ছুটছেন তারা।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona