মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি :::বাগেরহাটের মোংলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কমিটির সদস্যরা উপস্থিত থেকে মোংলা উপজেলার বিভিন্ন পুষ্টি বিষয়ক কাজের অগ্রগতি তুলে ধরেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র হল রুমে ক্রেইন প্রকল্পের সহযোগিতায় আজকের এই দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এবং সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।
ক্রেইন প্রকল্পের জেজেএস'র উপজেলা কো-অর্ডিনেটর তরুন বড়ুয়ার সঞ্চালনায় মিটিং এ সভাপতির বক্তব্যে মোংলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, বিগত কয়েক মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন SAM শিশুর চিকিৎসা হয়েছে। স্কুল, কলেজ ও সিসিতে পুষ্টি বাগান করতে হবে। গর্ভবতি মায়েদের কমিউনিটি ক্লিনিকে যে স্বাস্থ্য সেবা নিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সবাইকে পুষ্টিকর খাবার খেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পুষ্টির চাহিদা পূরণের জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। পতিত জমিতে চাষাবাদ করতে হবে। কোন জায়গা ফেলে রাখা যাবে না।
ক্রেইন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে এবং চলতি মাসের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেজেএস'র উপজেলা কো-অর্ডিনেটর তরুন বড়ুয়া এবং রূপান্তরের ওয়াশ ও সিএসও মোবিলাইজার বিপাশা রায়।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থেকে মতামত পেশ করেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা তৌহিদুর রহমান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় সঙ্কর বিশ্বাস, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, মিঠাখালি ইউপি চেয়ারম্যান বাবু উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান একরাম ইজারাদার সহ সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিদের মধ্যে মোঃ মকবুল হোসেন, ফ্রেন্ডশিপ, মোঃ আসাদুজ্জামান শুভ, হীড বাংলাদেশ প্রমূখ।
মিটিং শেষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ সর্ব-সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় তারা চলতি মাসের ১৩ তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র মাঠ প্রাঙ্গণে পুষ্টি মেলা করবে এবং এখানে সরকারি দপ্তর গুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা পুষ্টি নিয়ে কাজ করেন তারা পুষ্টি মেলায় স্টল দিবে বলে আশা প্রকাশ করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।
উল্লেখ্য, ক্রেইন প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’র সহযোগিতায় জেজেএস, রুপান্তর ও ওয়াটার এইড’র মাধ্যমে বাগেরহাটের মোংলা, মোল্লাহাট, কচুয়া ও শরণখোলা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona